ডেস্ক রিপোর্ট: ভারতের মহারাষ্ট্রের থানেতে পানি ভর্তি একটি খাদে পড়ে তিন কিশোর-কিশোরীসহ একই পরিবারের পাঁচ জন মারা গেছে। শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি। গ্রামবাসীরা জানান, ‘গ্রামের পানির অভাব থাকায় ওই পরিবারটি খাদের পানিতে কাপড় ধুতে গিয়েছিল। দুই নারী কাপড় ধুচ্ছিলেন।সম্ভবত এ সময় এক কিশোর পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বাকিরা পানিতে ঝাঁপ দেয় এবং পাঁচজনই ডুবে যায়।’ মৃতরা হলেন, মীরা গায়কোয়াদ (৫৫), তার ছেলের বউ অপেক্ষা (৩০) এবং তিন নাতি-নাতনি ময়ুরেশ (১৫), মোকশা (১৩) ও নিলেশ (১৫)।