বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে দলিল জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন মহানগর জাতীয় পার্টির নেতা ও দলিল লেখক গিয়াস উদ্দিন চৌধুরী ওরফে গিয়াস ভেন্ডার। বুধবার দুপুরে বন্দর থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ শাহ জামান। মামলার সূত্রে জানা যায়, জাল দলিলের মাধ্যমে নগরীর শহীদনগর এলাকায় সাড়ে ১৪ একর জমি বিক্রির অভিযোগে জাপার নেতার বিরুদ্ধে মামলাটি করেন আজিজুর রহমান মিঠু নামে এক ব্যক্তি। তিনি মামলায় বলেন, মহানগর জাতীয় নেতা গিয়াস উদ্দিন চৌধুরী তাদের পারিবারিক দলিল লেখক। বাদীর স্বাক্ষর জালিয়াতি করে দলিল করেছেন। এই বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন বাদীকে প্রাণনাশের হুমকি দেয়। আজিজুর রহমান বলেন, গত ৮ মে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন দায়ের দায়ের করেন তিনি। পরে আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে সদর মডেল থানায় জাল দলিল তৈরির অভিযোগে মামলা রেকর্ড করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ শাহ জামান জানান, জাল দলিল সৃজন ও প্রতারণা মামলায় গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। তিনি আরো বলেন, তিনি জাতীয় পার্টির নেতা কিনা তা জানা যায়নি।