সাময়িকভাবে গম রপ্তানি বন্ধের ঘোষণা ভারতের

0

ডেস্ক রিপোর্ট:  অভ্যন্তরীণ বাজারে গমের দাম নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে গম রপ্তানি বন্ধের কথা জানিয়েছে ভারত। তবে, গত শুক্রবার বা তার আগে গম রপ্তানিতে যেসব দেশের সঙ্গে চুক্তি হয়েছে সেগুলো বহাল থাকবে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার রাতে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক ঘোষণায় গম রপ্তানি বন্ধের কথা জানিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। উভয় দেশ বিশ্বের মোট গম রপ্তানির ২৯ শতাংশই সরবরাহ করে থাকে। কিন্তু যুদ্ধের কারণে ইউক্রেনে গম উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। ফলে, আন্তর্জাতিক বাজারে গমের দাম হু হু করে বাড়ছে। আর রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে মিত্রদেশগুলো রাশিয়া থেকে গম আমদানি করতে পারছে না। ফলে, ভারত থেকে গম আমদানিতে ঝুঁকছে বিশ্বের বহু দেশ। কিন্তু দেশটির স্থানীয় বাজারে গমে দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় শেষ পর্যন্ত গম রপ্তানি বন্ধের পথে হাঁটতে হল ভারত সরকারের।

 

Share.