স্পোর্টস রিপোর্ট: বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তিন দিনব্যাপী জেলায় জেলায় রাগবি রেফারিজ ও কোচ প্রশিক্ষণ কোর্স ২০২১/২০২২বগুড়া জেলার স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে জেলার বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকসহ ২২ প্রশিক্ষণার্থীদের নিয়ে শুরু হয়েছিল। এই কোর্সটি ১৪ মে পর্যন্ত পরিচালিত হয়েছে এবং প্রশিক্ষণ শেষে ২২ প্রশিক্ষণার্থীদেকে সার্টিফিকেট প্রদান করা হয়েছ উক্ত কোর্সটি গত শনিবার সভাপতিত্ব করেন মাসুদ রানা (বগুড়া জেলা ক্রীড়া অফিসার)। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাহাবুব হামিদ তারা। বিশেষ অতিথি ছিলেন শ্যামপদ মুস্তফী (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বগুড়া জেলা স্কুল) এবং কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী (৩নং ওয়ার্ড কাউন্সিলর, বগুড়া পৌরসভা)। এছাড়াও সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন রতন কুমার সরকার (অধ্যক্ষ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ, রাজশাহী)। কোর্সটির প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের কোচ রেদওয়ানুল খায়ের রাহাত (ডেভেলপমেন্ট ম্যানেজার, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন)। উক্ত কোর্সটির কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন রাগবি ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ।