বাংলাদেশ থেকে খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেছেন। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। মেয়রের সঙ্গে রয়েছেন তার স্ত্রী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, ভাইজি সুমাইরা সুলতানা মেঘলা ও জামাই মঈনুল ইসলাম। মেয়রের পারিবারিক সূত্রে জানা যায়, আগের থেকে অনেকটা সুস্থ আছেন তিনি, পায়ে হেঁটে বিমানে উঠেছেন।এর আগে, গত ৭ মে বেলা ১১টার দিকে কাঁপুনি দিয়ে তিনি তীব্র জ্বর অনুভূত করেন। কিছুক্ষণের মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথে তাকে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আনার পর তার শরীরে জ্বরের মাত্রা ছিল ১০৬ ডিগ্রী ফারেনহাইট। একই সাথে ডায়াবেটিকসের মাত্রা ছিলো ২০ এর উপরে। পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তর করা হয়। সেই থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তালুকদার আব্দুল খালেক। সিটি মেয়র আগে থেকেই হার্ট ডিজিজ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। এছাড়া গত বছর তাঁর পোস্টেট গ্লা-ে অপারেশন করা হয়েছিল। এদিকে সিটি মেয়রের অনুপস্থিতে প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম মুন্না ভারপ্রাপ্ত হিসেবে মেয়রের দায়িত্ব পালন করবেন। তিনি জানান, মেয়রকে বিমানে তুলে দিয়ে আমি ঢাকা থেকে খুলনা পথে রওনা হয়েছি। আগামী রবিবার থেকে কেসিসিতে বসবো।