জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

0

বাংলাদেশ থেকে জামালপুর প্রতিনিধি:  জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে ওসমান গণি (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত মধ্যরাতে রাতে ঝড়-বৃষ্টির সময় উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার চুনিয়াপটল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার মধ্যরাতে কৃষক ওসমান গণি তার মামাতো ভাই আব্দুল মোতালেব মিয়াকে সাথে নিয়ে বাড়ির পাশে বিলে পাকা ধান গোছানোর কাজ করছিলেন।এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচ পাম্পের ঘরে আশ্রয় নেন। পরে বিকট শব্দে ঘরের ওপর বজ্রপাত হলে ওসমান গণি ও আব্দুল মোতালেব আহত হন। পরে পরিবারের স্বজনরা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক উসমান গণিকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল মোতালেবকে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাহমিদ হাসান জনকণ্ঠকে জানান, বজ্রপাতের ঘটনায় ওসমান গণি নামে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

 

Share.