স্পোর্টস রিপোর্ট: দুই দিনের সফরে ঢাকায় আসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আইসিসি প্রধান গ্রেগ বার্কলে। সফরকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন উপভোগও করবেন বলে জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। গত শুক্রবার রাতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডিপিএল শিরোপা উদযাপন অনুষ্ঠানে নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশে আসছেন আইসিসির প্রধান। আইপিএল ফাইনাল দেখতে ভারত যাবেন তিনি। এর আগে বাংলাদেশে আসার আগ্রহের কথা জানিয়েছেন। আমরাও তাকে স্বাগত জানিয়েছে। কোনো এজেন্ডা নিয়ে উনি আসছেন না।’ পাপন আরও বলেন, ‘দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মাঠে বসে দেখতে চান। একেবারেই ফরম্যাল সফর তার। নির্দিষ্ট কোনো কারণ নেই। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।’ বাংলাদেশে দুই দিন অবস্থান করার পর সরাসরি ভারতে পাড়ি জমাবেন তিনি। সেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) প্লে-অফ ও ফাইনাল খেলা দেখবেন আইসিসি প্রধান। আইসিসি প্রধানের সঙ্গে আইপিএলের ফাইয়াল দেখতে যাবার কথা রয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসানেরও।
ঢাকায় আসছেন আইসিসি প্রধান
0
Share.