লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে ডেকে নিয়ে দু’লাখ টাকা ছিনতাই, হত্যার চেষ্টা

0

বাংলাদেশ থেকে লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে দু’লাখ ছিনতাই করার পর কাপড় ব্যবসায়ী মুনসুরুল হক (৩৫) কে গলা কেটে ও উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে জেলা সদরের আদিলপুর এলাকায়। এ সময় সন্ত্রাসীরা তার কাছ থেকে নগদ প্রায় দু’লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর অচেতন অবস্থায় মুনসুরুল হককে রাত সাড়ে ১০টার ভর্তি করেছে স্বজনরা। তার পিতার নাম মৃত রফিক উল্লা। জেলা সদরের পৌর এলাকার বাঞ্চানগর ৬নং ওয়ার্ডে তার বাড়ী। অবস্থার অবনতিতে রাতে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার করেন, কর্তব্যরত চিকিৎসক। মেডিক্যাল সূত্র জানায়, তার গলায়, পিটে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। এরমধ্যে গলায় সাতটি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা আশংকা মুক্ত নয় বলে মেডিক্যাল সূত্র জানায়। তার স্ত্রী সামছুন নাহার জানান, শনিবার দুপুরে প্রায় সাড়ে ১২টার দিকে নগদ প্রায় দু’লাখ টাকা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় মুনসুরুল হক। জানতে পারি এরপর তার বন্ধুর নাম করে কে বা কারা ফোন করার পর সে নানার দেশের বাড়ীর এলাকা আদিলপুরে যায়। এরপর আর ফিরে আসেনি। পরে খবর পেয়ে আত্মীয়-স্বজনের সহযোগিতায় রাত ১০টার দিকে আদিলপুর একটি বাগান থেকে উদ্ধার করার পর তাকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করাই। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। জানান, বর্বতার শিকার মুনসুরের স্ত্রী শাসছুন নাহার। জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সী মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্যা আল আমিন জানান, তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তিনি শংকামুক্ত বলা যাবেনা। এদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জশিম উদ্দিন সেলফোনে জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এটি কোনো মাদক সংক্রান্ত কীনা। ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে রবিবার বিকেল ৪টা পর্যন্ত কেউ গ্রেফতার হবার খবর পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

 

 

 

 

Share.