ঢাকা অফিস: মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো ১৯তম ব্যাচে অধ্যয়নরত দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বার্ষিক ব্যাজ প্রদান অনুষ্ঠান-২০২২। রাজধনীর উত্তরায় গরীব-ই নেওয়াজ এভিনিউতে অবস্থিত কলেজের মেইন ক্যাম্পাসে আয়োজিত দৃষ্টিনন্দন অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি মাধ্যমের ১১৬ জন ছাত্র-ছাত্রীকে মর্যাদাপূর্ণ এই ব্যাজ প্রদান করা হয় মঙ্গলবার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের ব্যাজ পরিয়ে দেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.) এবং একাডেমিক অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম। মর্যাদাপূর্ণ ব্যাজ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), উপাধ্যক্ষ (সমন্বয় ও পরিদর্শন) মোহাম্মদ জিয়াউল আলম এবং প্রশাসন বিষয়ক পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ। প্রতি বছরের ন্যায় এবারও মেধা, যোগ্যতা, নেতৃত্ববোধের মতো নানাবিধ গুণাবলি বিবেচনায় সাতটি ক্যাটাগরিতে যথাক্রমে- কলেজ ক্যাপ্টেন, সহকারী কলেজ ক্যাপ্টেন, স্পোর্টস ক্যাপ্টেন, সহকারী স্পোর্টস ক্যাপ্টেন, কালচারাল ক্যাপ্টেন, সহকারী কালচারাল ক্যাপ্টেন এবং সার্জেন্ট ব্যাজ প্রদান করা হয়।