সেরা ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ভিসা চালু যুক্তরাজ্যের

0

ডেস্ক রিপোর্ট:  বিশ্বের সেরা ৫০ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রীধারীদের জন্য নতুন একটি ভিসা প্রক্রিয়া চালু করেছে যুক্তরাজ্য। বিবিসি জানায়, গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া বিশ্বের ৫০টি সেরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, মাস্টার্স বা পিএইচডি ডিগ্রী অর্জনকারীদের জন্য নতুন এ ভিসা প্রক্রিয়া চালু করা হয়েছে। এক্ষেত্রে, আবেদনকারীর জন্মস্থানের পরিবর্তে মেধাকে গুরুত্ব দেওয়া হবে এবং আবেদনের পূর্বে যুক্তরাজ্যে কোনও কোম্পানিতে চাকরির অফারও থাকতে হবে না। স্নাতক ও মাস্টার্স ডিগ্রীধারীদের ভিসার মেয়াদ দুই বছর। আর পিএইচডি ডিগ্রীধারীদের জন্য ভিসার মেয়াদ তিন বছর। এক্ষেত্রে, প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে কেউ দীর্ঘমেয়াদি কাজেও যোগ দিতে পারবে। একজন শিক্ষার্থী যে বছর তার ডিগ্রী অর্জন করবে, সে বছর তার বিশ্ববিদ্যালয়কে টাইমস হায়ার এডুকেশন, কোয়াকোয়ারেলি সাইমন্ডস এবং দ্য একাডেমিক র‌্যাংকিং অব ওয়াল্ড ইউনিভার্সিটি- তিনটির যেকোনো দুইটির র‌্যাংকিং তালিকার সেরা ৫০ এর মধ্যে থাকতে হবে। প্রতি বছর ওই তিনটি সাইট বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে। এ ছাড়া, ডিগ্রীধারীরা নিজেদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদেরকেও যুক্তরাজ্যে নিয়ে যেতে পারবে। মূলত নিজ নিজ বিভাগে সেরা ডিগ্রীধারীদের আকৃষ্ট করতেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। দেশটির অর্থমন্ত্রী চ্যান্সেলর রিসি সুনাক বলেন, এ ভিসার ফলে যুক্তরাজ্য উদ্ভাবন, সৃজনশীলতা এবং উদ্যোক্তার আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানান, নতুন এই অভিবাসন প্রক্রিয়ায় কারোর জন্মস্থানের পরিবর্তে তার মেধা বেশি প্রাধান্য পাবে।

 

Share.