রাশিয়ার একচেটিয়া আগ্রাসনে ইউক্রেনের পরিস্থিতির অবনতি হচ্ছে

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার একচেটিয়া আগ্রাসনে ইউক্রেনের পরিস্থিতির অবনতি হচ্ছে। দুটি শহর দখলের পর রুশ সেনারা আরও মরিয়া হয়ে উঠেছে। শনিবার (৪ জুন) কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এক হামলায় পুড়ে গেছে দোনেৎস্ক অঞ্চলের সোভিয়াতোহিরস্ক লাভরা নামে একটি কাঠের মঠ। আজ রবিবার (৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। কিয়েভে বিস্ফোরণের ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে খবরে জানানো হয়। সোভিয়াতোহিরস্ক লাভরা নামে যে কাঠের মঠটি রুশ হামলায় পুড়ে গেছে, সেটি শতাব্দি পুরোনো। মঠটি ইউক্রেনের খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম পবিত্রতম স্থান বলে বিবেচিত। জানা গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোভিয়াতোহিরস্ক লাভরা মঠে হামলা ও আগুনের ঘটনায় ইউক্রেনের জাতীয়তাবাদী সেনাদের দায়ী করেছে। টেলিগ্রামে এক বার্তায় জানানো হয়, ইউক্রেনের ৭৯তম এয়ারবর্ন অ্যাসল্ট ব্রিগেডের ইউনিট সোভিয়াতোহিরস্ক থেকে পিছু হটার সময় জাতীয়তাবাদীরা কাঠের মঠে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের মতে, একটি ইউক্রেনীয় কোজাক সাঁজোয়া যানে বসানো একটি বড়-ক্যালিবার মেশিনগান থেকে কাঠামোর গম্বুজযুক্ত স্থানের কাঠের দেয়ালে গুলি করা হয়। ইউক্রেনের সেনা কর্মকর্তা ইউরি কোচেভেনকো ফেসবুকে জ্বলন্ত মঠের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, রাশিয়ান বর্বরদের আরেকটি অপরাধ যার কাছে পবিত্র বলে কিছুই নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, সেভেরোডোনেটস্ক শহরে রাস্তার লড়াই অব্যাহত রয়েছে। সেখানকার পরিস্থিতি অত্যন্ত কঠিন। লুহানস্ক প্রদেশের গভর্নর সেরহি হাইদাই জানান, ইউক্রেনীয় বাহিনী পূর্ব শহরের ৩০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছিল। রুশ বাহিনীর আক্রমণের জবাব দেওয়া হয়েছে। পাল্টা আক্রমণ চালিয়ে শহরের আরও ২০ শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে।

Share.