ডেস্ক রিপোর্ট: রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সার্বিয়া সফরের কথা ছিল সোমবার। কিন্তু সার্বিয়ার আশেপাশের দেশগুলো রুশ পররাষ্ট্রমন্ত্রীর বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় সফরটি বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।রবিবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে ওই কর্মকর্তা এ কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সূত্রটি সার্বিয়ান মিডিয়ার একটি প্রতিবেদন উদ্বৃত করে বলেছে, বুলগেরিয়া উত্তর মেসিডোনিয়া এবং মন্টিনিগ্রো তাদের আকাশসীমা বিমানের জন্য বন্ধ করে দিয়েছে। এই পথ দিয়ে সোমবার মস্কোর শীর্ষ কূটনীতিকের বেলগ্রেডে যাওয়ার কথা ছিল। পরে রুশ ওই ঊর্ধ্বতন কর্মকর্তা সার্বিয়ার গণমাধ্যমের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের কূটনীতি এখনও টেলিপোর্টেশন (মুহুর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর) আয়ত্ত করতে পারেনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার সঙ্গে সার্বিয়ার ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ইউক্রেন আক্রমণের কারণে পশ্চিমা জোট রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিলেও তাতে সায় দেয়নি সার্বিয়া। অন্যান্য দেশ রুবলে রাশিয়ার গ্যাস কিনতে অস্বিকার করায় সরবরাহ বন্ধ করে দিলেও গত মাসে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তার সার্বিয়ান প্রতিপক্ষ আলেকসান্ডার ভুসিকের সঙ্গে গ্যাস সরবরাহ চালু রাখার ব্যাপারে সম্মত হয়েছেন।
আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বাতিল হলো ল্যাভরভের সার্বিয়া সফর
0
Share.