বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। আজ বুধবার দুপুরে তাঁর হার্টে দুটি রিং পরানো হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালের দিকে অসুস্থতাবোধ করলে সঙ্গে সঙ্গে হায়দারকে হাসপাতালে নেওয়া হয়। তিনি ডায়াবেটিস সংক্রান্ত সমস্যায় ভুগছেন।’ বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন হায়দার হোসেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীতের সঙ্গেও সম্পৃক্ত। ৫৮ বছর বয়সী এই গায়কের জনপ্রিয় গানের তালিকায় আছে ‘৩০ বছর পরেও স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘ফাঁইস্যা গেছি’, ‘মন কী যে চায়’সহ বেশ কয়েকটি গান একসময়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। তিনি একাধারে গীতিকার, সুরকার, গিটারবাদক ও কী-বোর্ড বাদক।