বাংলাদেশ থেকে নেত্রকোনা প্রতিনিধি: জেলার আটপাড়া উপজেলার তেলিগাতি এলাকা থেকে ৪ হাজার ৬শ ৬০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। পরে আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। আটক তিনজন হচ্ছে: কক্সবাজারের টেকনাফ উপজেলার কাটাবুনিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে আসিফ আলী জারদারি, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লাউতৈল গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আজিজুল হক ও আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামের মৃত আবু শেখের ছেলে ফেরদৌস মিয়া। এদের বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে। আটক আসিফ আলী জারদারি আটপাড়ার তেলিগাতি ইউনিয়নের পালগাঁও গ্রামের মৃত আবু শেখের নাতি। আটপাড়া থানার ওসি জাফর আহমেদ জানান, ওই তিন মাদক কারবারি বুধবার রাত সাড়ে ১০টর দিকে ইয়াবার বড় চালান নিয়ে ময়মনসিংহ থেকে আটপাড়ার তেলিগাতি গ্রামে আসিফের নানার বাড়িতে আসছিল। এ সময় আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে প্যাকেট করা অবস্থায় ৪ হাজার ৬শ ৬০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে আটপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে তোলা হয়। ওসি বলেন, ‘আটকরা আন্তঃজেলা মাদক পাচারে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে।’
নেত্রকোনায় ইয়াবাসহ ৩ জন আটক
0
Share.