স্পোর্টস রিপোর্ট: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ আজ শুক্রবার ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদের চতুর্থ তলায় আয়োজন করেছে ‘বঙ্গবন্ধু প্যারা টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২২’। এ আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন, পৃষ্ঠপোষকতায় রয়েছে ঊর্মি গ্রুপ, ফিনেগার ফিনটেক ও নবান্ন প্রকাশনী। এ আয়োজনে সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত ১৪ প্যারা টেবিল টেনিস খেলোয়াড় ২টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। এ টুর্নামেন্টের হুইলচেয়ার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মাহবুব (ঢাকা), রানারআপ হয়েছেন রিপন (ঢাকা) ও তৃতীয় স্থান অধিকার করেছেন রুবেল (ঢাকা)। স্ট্যান্ডিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন সৌমিক (নড়াইল), রানারআপ মাসিয়াত (ঢাকা) ও তৃতীয় স্থান অধিকার করেছেন তারেক (ঢাকা)। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দা প্যারালাইজড (সিআরপি)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন বলেন, “সিআরপি রিহ্যাবিলিটেশনের পাশাপাশি খেলাধুলা নিয়েও কাজ করছে। আমরা সবসময় প্যারালিম্পিকের পাশে আছি। থাকব।” বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এর কোষাধ্যক্ষ ডা. মো. আমিনুল ইসলাম বলেন, “আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। এখন থেকে আমাদের খেলাধুলা নিয়ে আমরা কাজ করতে পারব বিশ্বজুড়ে।” স্পন্সর প্রতিষ্ঠান ঊর্মি গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আশফাক আহমেদ বলেন, “আমি অভিভূত। আমি আশা করি আগামীতেও এই খেলোয়াড়বৃন্দ ভালো ফলাফল করবে এবং বাংলাদেশের সম্মান অক্ষুণ রাখবে বিশ্ব দরবারে।” উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান বলেন, “আমরা আশাবাদী প্যারা টেবিল টেনিসের মাধ্যমে আমরা আগামী বিশ্ব জয় করব।” এ আয়োজনের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার হাসান মুনীর সুমন বলেন, “টেবিল টেনিস ফেডারেশনের একটি টেবিল এখন থেকে প্যারা টেবিল টেনিস খেলোয়াড়দের জন্য সার্বক্ষণিক বরাদ্দ রাখা হবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের স্পোর্টস সামগ্রীসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে প্যারা টেবিল টেনিস খেলোয়াড়দের।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ফিনেজার ফিনটেকের সিইও এহসান তানিম। তিনি তার বক্তব্যে আগামীতেও প্যারা টেবিল টেনিসের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান বলেন, “ব্যাডমিন্টনের মতো টেবিল টেনিস-এও আপনার এগিয়ে যাবেন সেই বিশ্বাস আমার রয়েছে।” সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন গৌতম দাস বলেন, “সামনের দিনে খেলোয়াড়দের উন্নয়নের জন্য আমরা আশা করি টেবিল টেনিস ফেডারেশন সব ধরনের সুযোগ সুবিধা প্রদানের করবে।” আয়োজনের সার্বিক সহযোগিতায় থাকা বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার নূর নাহিয়ান বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রীড়াঙ্গনে অবাধ বিচরণের লক্ষ্যে আমরা ২০১৮ সাল থেকে সারা বাংলাদেশে কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ সংগঠন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ আমাদেরকে সুযোগ দিয়ে তাদের সাথে কাজ করার। এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে এবং এর সম্মানিত মহাসচিব ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান স্যারকে।”
বঙ্গবন্ধু প্যারা টেবিল টেনিস টুর্নামেন্ট
0
Share.