সোমবার, ডিসেম্বর ২৩

ফিফা রেফারি হামিদ আর নেই

0

স্পোর্টস ডেস্ক: সাবেক ফিফা রেফারি ও ক্লাব প্রশিক্ষক আব্দুল হামিদ (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক ফিফা রেফারি ও ক্লাব প্রশিক্ষক আব্দুল হামিদ-এর মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

Share.