ঢাকা অফিস: নির্যাতন করে বেগম খালেদা জিয়াকে দমানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, ‘এত নির্যাতন করেও খালেদা জিয়াকে দমানো যাবে না। তার (খালেদা জিয়া) মতো সাহসী নারীকে সামরিক শাসকরা দমন করতে পারেনি। তিনি আপস করতে জানেন না, তিনি আপস করতে আমাদের সেখাননি। আর সেই কারণে আজ এত নিপীড়ণ অত্যাচার এত ঘুম, এত খুন, হাজার হাজার মামলার পরেও বিএনপি ভাঙেনি। বিএনপির অঙ্গসংগঠনগুলো ভাঙেনি বরঞ্চ আরও শক্তিশালী হয়েছে।’ সোমবার জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এই মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন। সঞ্চালনায় ছিলেন দলটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। আরও ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী প্রমুখ। নজরুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগ বারবার গণতন্ত্র হত্যা করেছে। আর বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে বিএনপি। একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান ফিরিয়ে এনেছেন। আর সামরিক স্বৈরশাসকের হাত থেকে দেশকে মুক্ত করেছেন বেগম খালেদা জিয়া।’ জিয়াউর রহমানকে পদে পদে অপমান করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘যে নারী তার দুই শিশু সন্তান নিয়ে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে আবদ্ধ ছিলেন, যিনি তার স্বামীর অকাল মৃত্যুর পর নয়টি বছর অসীম সাহসে আপোষহীনভাবে লড়াই করে এদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ দেশের উন্নয়নের অবকাঠামো যার হাতে সমৃদ্ধ হয়েছে। তাকে একটি ভুয়া কারণে রাজনৈতিক চরিতার্থ করার জন্য অসুস্থ অবস্থাতেও কারাগারে রাখা হয়েছে।’ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এদেশের গণতন্ত্র রক্ষার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নাম খালেদা জিয়া। আজকে তাকে দরকার আমাদের। তাকে পাশে পেলে আমাদের আন্দোলন আরও বেগবান হবে। সে কারণে সরকার তাকে মুক্তি দিচ্ছে না। তাই তার মুক্তির জন্য সরকারকে বাধ্য করতে হবে।
নির্যাতন করে খালেদা জিয়াকে দমানো যাবে না: নজরুল ইসলাম খান
0
Share.