বাংলাদেশ থেকে গাইবান্ধা প্রতিনিধি: হত্যা-ডাকাতিসহ ১২ মামলার এক আসামিকে বিদেশি পিস্তল-গুলিসহ ভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসপি মুহাম্মদ তৌহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শৈলাস প্রধান। তিনি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাধা চরণের ছেলে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গাইবান্ধা ছাড়াও শৈলাসের বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ বিভিন্ন জেলায় ১২টি মামলা রয়েছে। এসব মামলার সবগুলোই রয়েছে আদালতে বিচারাধীন। পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে সদর থানা পুলিশের একটি দল বগুড়া জেলার পূর্ব সুজায়েতপুরের একটি দুর্গম চরে অভিযান চালায়। পরে সেখান থেকে শৈলাসকে গ্রেপ্তার করা হয়।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে শৈলাস তার কৃষ্ণপুর গ্রামের বাড়ির খাটের নিচে পিস্তল-গুলি রাখার কথা স্বীকার করে। পরে সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউণ্ড গুলি উদ্ধার করা হয়। বিকালে শৈলাসকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।