ভর্তুকি দেওয়ার সক্ষমতা নেই, পাকিস্তানে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম

0

ডেস্ক রিপোর্ট:  শ্রীলঙ্কার পর এবার অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়ছে কী পাকিস্তান! কেননা পাকিস্তান সরকার জানিয়েছে, জ্বালানি তেলে ভর্তুকি দেওয়ার সক্ষমতা নেই তাদের। বৃহস্পতিবার এক ধাক্কায় দাম বেড়ে পেট্রোল বিক্রি হচ্ছে লিটার ২৩৩. ৮৯ টাকা দরে। ডিজেল ২৬৩ টাকা ৩১ পয়সা আর কেরোসিন তেল ২১১ টাকা ৪৩ পয়সা। পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল এবং পেট্রোলিয়াম মন্ত্রী মুসাদ্দাক মালিক এই দাম বৃদ্ধির ঘোষণা করে জানান, ইমরান খানের সরকার অযথা ভর্তুকির ভার সরকারের কাঁধে নিয়ে জ্বালানি তেলের দাম কমিয়েছিল। কিন্তু বর্তমান সরকার আর সেই ভার বইতে পারছে না। পাক অর্থমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান লিটার প্রতি পেট্রোলে ২৪ টাকা ৩ পয়সা, ডিজেলে ৫৯ টাকা ১৬ পয়সা, কেরোসিনে ৩৯ টাকা ৪৯ পয়সা এবং লাইট ডিজেল অয়েলে ৩৯ টাকা ১৬ পয়সা ক্ষতি হচ্ছে দীর্ঘ দিন ধরে। মে মাসে এই ক্ষতির পরিমাণ বেড়ে হয়েছে ১২ হাজার কোটি টাকা। যেখানে সরকার চালাতে এর তিন ভাগের এক ভাগ খরচ হয়। তবে অর্থনীতিবিদদের আশঙ্কা জ্বালানির দাম বাড়লে অন্যান্য দ্রব্যেরও দাম বাড়বে দ্রুত।

Share.