মঙ্গলবার, ডিসেম্বর ২৪

আগামী সপ্তাহে তিনদিনের সফরে আরব আমিরাতে যাচ্ছেন শেখ হাসিনা

0

ডেস্ক রিপোর্ট: আগামী সপ্তাহে তিনদিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহে’ অংশ নিতে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ১২ থেকে ১৪ জানুয়ারি আবুধাবি সফরকালে প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের এনভয় কনফারেন্সে অংশ নিয়ে তাদের দিক নির্দেশনা দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন,  ‘এটি প্রধানমন্ত্রীর বছরের প্রথম সফর এবং এ বিষয়ে আমাদের প্রস্তুতি চলছে।’ বিভিন্ন কারণে বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবুধাবির রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর বোঝাপোড়া অত্যন্ত ভালো বলে তিনি জানান। তিনি বলেন, গত বছর আবুধাবি সফরের সময়ে প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স জায়েদ আল নাহিয়ানের বৈঠকের আগে প্রিন্স বলেছিলেন , ‘মাননীয় অতিথি আমার মা আমাকে বার্তা দিয়েছে আমি যেন কোনও বিষয়ে আপনাকে না বলি।’

এনভয় কনফারেন্স:  গত বছর ইউরোপে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে লন্ডনে এনভয় কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। একইভাবে এবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের নিয়ে আবুধাবিতে ১৩ জানুয়ারি বৈঠক করবেন শেখ হাসিনা। মধ্যপ্রাচ্যের ১০টি দেশের মধ্যে নয়টি দেশের রাষ্ট্রদূত ওই বৈঠকে অংশ নেবেন। জর্ডানে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূত নেই। দেশের প্রথম নারী রাষ্ট্রদূত হিসাবে সেখানে শিগগিরই যোগদান করবেন নাহিদা সোবহান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অর্থনৈতিক কূটনীতি, রোহিঙ্গা ইস্যু, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতরা প্রেজেন্টেশন দেবেন। সবশেষে প্রধানমন্ত্রী তাদের নির্দেশনা দেবেন বলে তিনি জানান।

Share.