বিনোদন ডেস্ক: শেষ হচ্ছে অপেক্ষা। কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল-বর্ষা জুটির বড় বাজেটের সিনেমা ‘দিন দ্য ডে’। এরইমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছেন অনন্ত-বর্ষাসহ গোটা ইউনিট। তারই অংশ হিসেবে রবিবার সন্ধায় প্রকাশ হয়েছে সিনেমার অফিসিয়াল ট্রেলার। ৩ মিনিট ১৭ সেকেন্ডের অ্যাকশনে ভরপুর ট্রেলারটিতে পুলিশ কমান্ডার ‘এজে’র ভূমিকায় ধরা দিয়েছেন অনন্ত জলিল। ট্রেলারে দেখা গেছে, একটি আন্তজার্তিক সন্ত্রাসী গ্রুপকে ধরতে ভয়ংকর এক অপারেশনের নেতৃত্ব দেন এজে। গ্রুপটি মানব পাচার ও মাদক ব্যবসায় জড়িত। ট্রেলারে পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা গেছে মিশা সওদাগরকেও। এছাড়া অভিনেত্রী বর্ষাও রয়েছেন পুলিশের চরিত্রে। সঙ্গে আছেন বাংলাদেশ, ইরান ও লেবাননের একঝাঁক অভিনয়শিল্পী। ‘বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দৃষ্টান্তমূলক কাজ করেছে’- ট্রেলারে এমন একটি সংলাপও শোনা গেছে। সব মিলিয়ে দর্শকদের কতটুকু তৃপ্তি দিতে পারল শতকোটি বাজেটের এ সিনেমার ট্রেলার? সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অনন্ত জানান, ‘দিন: দ্য ডে’ চমকে ঠাসা। তারই বা কতটুকু আঁচ পাওয়া গেল ট্রেলারে? উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল, ‘দিন: দ্য ডে’র তিন মিনিটের ট্রেইলাটি নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে দর্শকমহলে। আব্দুল আজিজ নামে একজন লিখেছেন, ‘মনে হয় একটা হলিউড মুভির ট্রেলার দেখলাম। আশা করি, মুভিটা অনেক ভালো হবে।’ আব্দুল্লাহ আল ফিরোজ নামে একজন লিখেছেন, ‘ভালোকে একটু হলেও ভালো বলুন। ডায়ালগ ডেলিভারি বাদে সবকিছুতেই একটা পারফেকশন আছে। অন্তত বাংলাদেশি সিনেমা হিসেবে এটা যথেষ্ট ভালো। আরেকজনের মন্তব্য, ‘ট্রেলার আমাদের দেশের প্রেক্ষাপটে অসাধারণ। ভিএফএক্সও ভালো ছিল। মুভির কন্টেন্ট, মেকিং ভালো হবে আশাকরি। শুভকামনা।’ রাজিব আহমেদ রিজন নামে একজন ইংরেজিতে লিখেছেন, ‘আন্তর্জাতিক মানের ট্রেলার হয়েছে। সামনে এগিয়ে যান।’ মোজাম্মেল হক বাপ্পী নামে একজনের মন্তব্য, ‘বাংলাদেশের দিক থেকে চিন্তা করলে সব কিছুই ভালো হয়েছে। কিন্তু আফসোস বাংলাদেশের লোকজন ট্রল করতে করতে ভালো আর খারাপ বিবেচনা করতে জানে না। সবকিছু নিয়েই মজা নেয়।’ অর্থাৎ, অনন্ত জলিলের সিনেমাটির ট্রেলার দেখে অনেকে যেমন প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তেমনি কিছু নেতিবাচক মন্তব্যও জমা পড়েছে সেখানে। তবে খারাপের চেয়ে ভালো মন্তব্যই জমা পড়েছে বেশি। কেউ কেউ লিখেছেন, ‘ট্রেলার দেখে ভালো লাগল। সিনেমার অপেক্ষায় থাকলাম।’ সেই অপেক্ষা শেষ হবে আসছে ঈদে।