ডেস্ক রিপোর্ট: ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। বুধবার থেকে করোনা সংক্রমণ আবারও ১০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার সংক্রমণ ছাড়িয়েছে ১৩ হাজার। এছাড়া করোনায় দৈনিক প্রাণহানি পৌঁছেছে প্রায় ৪০ জনে। আজ বৃহস্পতিবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এদিন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। বুধবারের তুলনায় এদিন ৮ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ। একদিনের হিসেবে গত চারমাসে এদিন সর্বোচ্চ সংক্রমণ দেখেছে ভারত। এতে করে ভারতে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাবে দেশটিতে এখন ৮৩ হাজার ৯৯০ জন করোনা রোগী রয়েছেন। সক্রিয় রোগীর এই সংখ্যাটি গত ২ মার্চের কাছাকাছি পৌঁছেছে। এ বছরের শুরুতেই করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ শুরু হওয়ায় দেশজুড়ে করোনার ঊর্ধ্বগতি দেখা দিয়েছিল। যার জের চলেছিল মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত। কয়েক মাসের মধ্যেই জুনের শেষ সপ্তাহে সেই একই জায়গায় পৌঁছেছে করোনা সংক্রমণের পরিসংখ্যান। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। তবে এর মধ্যে কেরালার অ-নথিভুক্ত মৃত্যু ২০টি। বাকি ১৮ জনের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। মহারাষ্ট্র এবং দিল্লি দুই রাজ্যেই মারা গিয়েছেন তিন জন করে। পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। এদিকে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষ ও চিকিৎসকের কপালে। বর্তমানে দৈনিক করোনা পজিটিভিটি রেট ২.০৩ শতাংশ। এদিকে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে কেরালা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২২৪ জন। এছাড়া মহারাষ্ট্রে ৩ হাজার ২৬০ জনের শরীরে মিলেছে করোনা। ভাইরাস সংক্রমণের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯২৮ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। অর্থাৎ বুধবারের তুলনায় রাজ্যটিতে কমেছে দৈনিক সংক্রমণ। গত মঙ্গলবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৪০৬ জন। সেখানে গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ২৯৫ জনে।মারা গেছেন ২ জান