ডেস্ক রিপোর্ট: ইউরোপের দেশ স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল মেলিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শুক্রবার অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে স্পেনের সীমান্ত রক্ষীদের দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। স্পেনের প্রতিবেশী দেশ মরক্কো জানায়, প্রায় দুই হাজার অভিবাসন প্রত্যাশী ছিটমহলটির উঁচু বেড়া পেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে স্পেনীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে অভিবাসন প্রত্যাশীদের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ১৩০ জনের মতো অভিবাসন প্রত্যাশী মরক্কোর সীমান্ত পেরিয়ে মেলিয়ায় প্রবেশ করতে সক্ষম হয়। অন্যদিকে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। এদের মধ্যে কয়েকজন মেরিয়াকে ঘিরে রাখা বেড়া থেকে পড়ে ও অন্যরা ভিড়ের চাপে পৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় মরক্কোর নিরাপত্তা বাহিনীর প্রায় ১৪০ জন সদস আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।