ডেস্ক রিপোর্ট: শ্রীলঙ্কায় জ্বালানি শেষ হয়ে যাওয়ায় আর একদিন চলার মতো জ্বালানি নেই বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য ডেইলি মিরর। গতকাল রবিবার দেশটির শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির ২২ মিলিয়ন জনগণের জন্য মাত্র ১৫ হাজার টন পেট্রোল ও ডিজেল রয়েছে। এখনই বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে না পারলে আগামী সপ্তাহ থেকে জ্বালানি সংকট তীব্র হবে। এমনকি জ্বালানির অভাবে গণপরিবহনও বন্ধ হয়ে যাবে। দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে নতুনভাবে জ্বালানি আমদানি করতে পারছে না শ্রীলঙ্কার সরকার। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় আন্তজার্তিক জ্বালানি কোম্পানিগুলোর কালো তালিকাভুক্তির তালিকায় শ্রীলঙ্কা। এ কারণে কোন কোম্পানি শ্রীলঙ্কায় তেল রপ্তানি করছে না। এই মুহূর্তে নতুনভাবে জ্বালানি আমদানির জন্য আন্তর্জাতিক ব্যাংকগুলোর গ্যারান্টি লাগবে। তবে জ্বালানি সংকট নিরসনে শ্রীলঙ্কার সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বার্তা সংস্থা এপি জানায়, দেশটির শীর্ষস্থানীয় দুই মন্ত্রী রাশিয়া সফর করছেন। তারা রাশিয়া থেকে প্রয়োজনীয় জ্বালানি আমদানির জন্য আলোচনা করছেন। দেশটির প্রধানমন্ত্রীও রাশিয়া থেকে জ্বালানি আমদানির ইঙ্গিত দিয়েছিলেন।