শাকিব খানকে ধুয়ে দিলেন নির্মাতা ঝন্টু

0

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে ‘ভুয়া’ সংগঠন বলে প্রবীণ নির্মাতা ও চিত্রনাট্যকার দেলোয়ার ঝন্টুর তোপের মুখে পড়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। কিং খানের মন্তব্য কানে যাওয়ার পর একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঝন্টু বলেন, ‘ওর সমস্যাটা কী? ওর কি হাত-পা গজায় গেছে? শিল্পী সমিতি ভুয়া সংগঠন! একটা কথা আছে, ‘অল্প বিদ্যা ভয়ংকর’। ওর তাই হয়েছে।’ সিরিয়র তারকাদের উদাহরণ টেনে নির্মাতা বলেন, ‘অভিনয় জগৎটা ভালো করে রপ্ত করেনি শাকিব। এ জন্যই সংগঠনগুলো নিয়ে কথা বলছে। এত বড় বড় শিল্পী আলমগীর সাহেব, ৯ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। উনি তো কোনোদিন এসব কথা বলে নাই। রাজ্জাক সাহেব, শাবানা, ববিতা, জসিম, ফারুক, মান্না এত জনপ্রিয়তা পেয়েছেন, তারা তো কখনো এসব কথা বলেনি।’ শিল্পী সমিতির সাবেক নেতাদের কথা উল্লেখ করে ঝন্টু বলেন, ‘যে সমিতিতে নায়ক রাজ্জাক, খলিল, আহমেদ শরীফরা বড় বড় পোস্টে ছিলেন, তারা কি সবাই ভুয়া সমিতির সভাপতি ছিলেন। শাকিব খান কি চলচ্চিত্রকে বেশি বুঝে গেছে? ওর মতো অভিনেতা তো বহু আসছে। ও তো এখনো মান্না হতে পারেনি। ও তো আজ আছে কাল নেই। এখন ওর কাছে ইন্ডাস্ট্রি ভুয়া হয়ে গেছে।’ ঝন্টু এও বলেন, ‘শিল্পীদের অনেক সম্মান। এই শিল্পীদের সমিতিকে ভুয়া বলার কারণে সকল শিল্পীদের কাছে ওর (শাকিব খান) ক্ষমা চাওয়া উচিত।’ সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিব খান মন্তব্য করেন, ‘এফডিসি থেকে সব সংগঠন বের করতে হবে। এফডিসি কাজের জায়গা, রাজনীতি বা নির্বাচনের জায়গা নয়। যারা এসব করবে, এফডিসির বাইরে গিয়ে করবে।’ এ সময় তিনি শিল্পী সমিতিকে ‘ভুয়া’ সংগঠন বলেও উল্লেখ করেন বাংলাদেশি সুপারস্টার। তারই পাল্টা দিলেন নির্মাতা ঝন্টু। এর আগে গত বছরের ডিসেম্বরে থাপ্পড় দিয়ে শাকিব খানের দাঁত ফেলে দিতে চেয়েছিলেন অসংখ্য সিনেমার নির্মাতা ও চিত্রনাট্যকার দেলোয়ার জাহান ঝন্টু। সে সময় সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ সিনেমার ডাবিংয়ের জন্য পরিচালক এবং প্রযোজককে যুক্তরাষ্ট্রে ডেকে নিয়েছিলেন শাকিব খান। এ নিয়ে নাকি তারা অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাতেই ক্ষেপেছিলেন ঝন্টু। সে সময় তিনি শাকিবকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘কত বড় সাহস ডাবিং না করে আমেরিকায় গিয়ে বসে আছে। এখন আবার প্রযোজকদের আমেরিকা নিয়ে ডাবিং করাতে বাধ্য করছে। থাপ্পড় দিয়ে ওর দাঁত ফেলে দেওয়া উচিত! চলচ্চিত্রের দুঃসময়ে সে পাশে থাকবে। সেটা না করে প্রযোজকদের পাঁচ লাখ টাকা বাড়তি খরচ করাচ্ছে।’ যদিও পরে ‘গলুই’ সিনেমার পরিচালক এস এ হক অলিক এবং প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে জানান, শাকিব খানের সঙ্গে আলোচনা করে তারা স্বেচ্ছায় আমেরিকা গিয়ে সিনেমার ডাবিং করিয়েছেন। এ নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। নির্মাতা কর্তৃপক্ষের এমন বক্তব্য প্রকাশ হওয়ার পর শাকিব খানের কাছে ক্ষমা চেয়ে নেন নির্মাতা ঝন্টু। প্রসঙ্গত, শাকিব খান যুক্তরাষ্ট্রে রয়েছেন গত বছরের সেপ্টেম্বর থেকে। উদ্দেশ্য, দেশটির নাগরিকত্ব পাওয়া। সে পথ অনেকটাই সহজ হয়ে গেছে কিং খানের জন্য। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার জন্য গ্রিন কার্ড পেয়েছেন। ঈদের আগে তার দেশে আসার কথা। কয়েকদিন থেকে ফের যুক্তরাষ্ট্র গিয়ে শুরু করবেন তার নতুন সিনেমা ‘রাজকুমার’-এর কাজ।

 

Share.