ডেস্ক রিপোর্ট: সুইজারল্যান্ডে প্রথমবার আইনিভাবে সমলিঙ্গদের মধ্যে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিবিসি জানায়, গতকাল ১ জুলাই শুক্রবার সকালে জেনেভায় সমলিঙ্গের বিয়েটি অনুষ্ঠিত হয়। নয় মাস আগে দেশটিতে একটি গণভোট অনুষ্ঠিত হয়। সেখানে ‘সবার জন্য বিয়ে’ আইনের পক্ষে ৬৪ শতাংশ ভোট পড়ে। নবদম্পতিরা ওই দিনটিকে একটি ‘প্রতীকি দিন’ হিসেবে বর্ণনা করেছেন। কারণ এখন থেকে সমলিঙ্গের দম্পতিরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে পারবে। দীর্ঘ ২১ বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন নবদম্পতিরা।
সুইজারল্যান্ডে আইনিভাবে সমলিঙ্গদের মধ্যে বিয়ে অনুষ্ঠিত
0
Share.