উইম্বলডনের সেমিতে জেবিয়ারই প্রথম আরব মহিলা

0

স্পোর্টস রিপোর্ট: ইতিহাসের সোনালি পাতায় আরও একধাপ এগিয়ে গেলেন উনস জেবিয়ার। গ্র্যান্ডস্লামের ইতিহাসে আরব কিংবা উত্তর আফ্রিকার প্রথম সেমিফাইনালিস্ট খেলোয়াড় এখন তিনি। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে তিউনিসিয়ার এই তারকা ৩-৬, ৬-১ এবং ৬-১ ব্যবধানে পরাজিত করেন মারি বৌজকোভাকে। সেইসঙ্গে জীবনের প্রথম কোন মেজর টুর্নামেন্টের সেমির টিকেট নিশ্চিত করলেন তিনি। শেষ চারে আজ আবারও কোর্টে নামছেন জেবিয়ার। যেখানে তার প্রতিপক্ষ এবারের আসরের বড় চমক টাটজানা মারিয়া। কোয়ার্টার ফাইনালে জার্মানির এই অভিজ্ঞ খেলোয়াড় প্রথম সেটে পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৪-৬, ৬-২ এবং ৭-৫ ব্যবধানে জুলে নাইমিয়েরকে হারিয়ে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেন। টেনিসের ওপেনযুগে এর আগে ছেলে কিংবা মেয়েদের মধ্যে আরব কিংবা উত্তর আফ্রিকার কোন খেলোয়াড়ই গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করতে পারেননি। এর মধ্যে জেবিয়ার নিজেও দুইবার হেরেছেন শেষ আটে। ২০২০ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সোফিয়া কেনিনের কাছে হেরেছিলেন তিনি। ১২ মাস আগে এই লন্ডনে তিনি হেরেছিলেন এ্যারিনা সাবালেঙ্কার কাছে। যে কারণে চেক প্রজাতন্ত্রের মারি বৌজকোভার বিপক্ষে বেশ সতর্ক ছিলেন জেবিয়ার। তাছাড়া মরোক্কোর চারবারের গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালিস্ট হিচাম আরাজির পরামর্শও নিয়েছেন তৃতীয় বাছাই। যিনি তাকে দারুণভাবে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। শুধু তাই নয়, শেষ আটের বাধা অতিক্রম করার পর আরাজি তো জেবিয়ারকে এখন শিরোপার লড়াইয়েও বাজি ধরেছেন। কেননা, জেবিয়ারের আজকের প্রতিপক্ষ টাটজান মারিয়াও বেশ দাপুটে সূচনা করেছেন এবারের উইম্বলডনে। অথচ, ১৫ মাস আগেই দ্বিতীয় সন্তানের জননী হয়েছিলেন তিনি। এর আগে কোন গ্র্যান্ডস্লামের তৃতীয় রাউন্ডের বাধাও অতিক্রম করতে পারেননি। কিন্তু ৩৪ বছর বয়সে এসেই বাজিমাত করলেন। এদিকে, পুরুষ এককে দাপট অব্যাহত রেখেছেন নোভাক জোকোভিচ। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ইতালির জ্যান্নিক সিনারের বিপক্ষে ৫-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-২ ব্যবধানে জয় পেয়েছেন তিনি। সেমিতে তার প্রতিপক্ষ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যামেরন নুরি। তবে শেষ আটে সিনারের বিপক্ষে  জোকোভিচের লড়াইটা ছিল বেশ হাড্ডাহাড্ডি। প্রথম দুটি সেটে তো হেরেই বসেন সার্বিয়ান তারকা! কিন্তু পরের তিন সেটে জিতে শেষ চার নিশ্চিত করেন তিনি। সেইসঙ্গে উইম্বলডনে ১১ বার সেমিফাইনালে উঠলেন ৩৫ বছর বয়সী এই টেনিস তারকা। সেন্টার কোর্ট এ্যারেনায় ম্যাচের শুরুতে সবাইকে অবাক করে দুটি সেট জিতে নেন জ্যান্নিক। ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাকে। জোকোভিচও ভুলের পরিমাণ কমিয়ে ম্যাচে জায়গা করে নেন। এরপর নিজের ধারাবাহিকতা বজায় রেখে কামব্যাক করেন জোকোভিচ। ¯্রফে অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ম্যাচ জিতে নেন ২০টি গ্র্যান্ডস্লামের মালিক। তৃতীয় সেটে মাত্র দু’বার আনফোর্সড এরর ছিল জোকারের। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন জোকোভিচের চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। শেষ ষোলোতে সরাসরি সেটেই নাদাল হারিয়েছেন ২১তম বাছাই হল্যান্ডের বোটিক ফান ডে জান্ডস্কুপকে।

Share.