পাকিস্তানে তিন সপ্তাহে ভারী বর্ষণে অন্তত ৭৭ জনের প্রাণহানি

0

ডেস্ক রিপোর্ট: মৌসুমি বৃষ্টিপাতে পাকিস্তানে গত তিন সপ্তাহে অন্তত ৭৭ জনের মৃত্যু ঘটেছে। দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমানের বরাত দিয়ে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শেরি রেহমান বলেন, দেশটিতে ঝড় এবং বর্ষার বৃষ্টি অব্যাহত থাকায় বাড়িঘর, রাস্তা, সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রেরও ক্ষতি হয়েছে। শেরি আরো জানান, মারা যাওয়া ৭৭ জনের মধ্যে বেলুচিস্তানে ৩৯ জনের মৃত্যু হয়েছে। টিভি ফুটেজে দেখা গেছে, বেলুচিস্তানে যানবাহন প্লাবনে ভেসে যাচ্ছে। ইসলামাবাদ এবং পূর্ব পাঞ্জাব প্রদেশেও ভারী বৃষ্টি হয়েছে। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় রাস্তাঘাট ও বাড়িঘর প্লাবিত হয়েছে। শেরি বলেন, পাকিস্তানে সাম্প্রতিক বৃষ্টিপাত গড় বৃষ্টিপাতের তুলনায় ৮৭ শতাংশ বেশি। তিনি নতুন প্যাটার্নটিকে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে যুক্ত করে বলেছেন, পাকিস্তানের বন্যার মুখোমুখি হওয়ার জন্য আরও প্রস্তুত হওয়া উচিত। কারণ দেশের হিমবাহগুলো দ্রুত গতিতে গলে যাচ্ছে। এমন আকস্মিক বন্যার কারণে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলুচিস্তান দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র নাসির নাসার বলেছেন, জুন থেকে প্রদেশে বৃষ্টি সংক্রান্ত ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে। উদ্ধারকারীরা বেলুচিস্তানের বন্যা ও বৃষ্টি কবলিত এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। প্রতি বছর পাকিস্তানের অনেক শহর বার্ষিক মৌসুমি বন্যার সঙ্গে লড়াই করে। জনগণ সরকারের দুর্বল পরিকল্পনার সমালোচনাও করে এ কারণে। মৌসুমটি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে এবং বিশেষজ্ঞরা বলেছেন, পাকিস্তানে ফসলের সেচ এবং বাঁধ ও অন্যান্য জলাধার পুনরায় পূরণ করার জন্য বৃষ্টিপাত অপরিহার্য। দক্ষিণ পাকিস্তানের কিছু এলাকা এই বছরের শুরু থেকেই খরার সম্মুখীন হয়েছে।

Share.