রবিবার, নভেম্বর ২৪

আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা বরিসের

0

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ মন্ত্রিদের পদত্যাগের কারণে চাপের মুখে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার পদত্যাগ নিয়ে জল্পনা থাকলেও অবশেষে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বরিস। ভাষণে বরিস বলেন, এখন থেকে নতুন প্রধানমন্ত্রী খুঁজে বের করার কাজ শুরু হবে। এ ছাড়া, রাজনীতিতে কেউই অপরিহার্য না। বর্তমানে পরিস্থিতি অন্ধকার থাকলেও ব্রিটেনের ভবিষ্যৎ স্বর্ণালি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বরিস। এ ছাড়া, ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে সুযোগ দেওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত জনগণের সেবা সংক্রান্ত সব কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share.