যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৫১ শতাংশ

0

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের পোশাক রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছে ৯ দশমিক ১ বিলিয়ন ডলার; দেশটিতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৫১ দশমিক ৫৭ শতাংশ। এছাড়াও বিশ্বের বৃহত্তম পোশাক আমদানিকারক ইউরোপীয় ইউনিয়নে ৩৩ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়ে আমাদের রপ্তানি দাঁড়িয়েছে ২১ দশমিক ০৪ বিলিয়ন ডলারে, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ১৫ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।  ইইউ অঞ্চলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পোশাক রপ্তানি বাজার জার্মানিতে রপ্তানি বৃদ্ধি পেয়েছে ২৭.৭৪ শতাংশ। দেশটিতে বাংলাদেশ ৭.১৬ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে। স্পেন, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড এবং নেদারল্যান্ডের মতো প্রধান ইউরোপীয় ইউনিয়নের বাজারগুলোতেও রপ্তানিতে শক্তিশালী ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। যুক্তরাজ্য এবং কানাডায় বাংলাদেশের রপ্তানি যথাক্রমে ৩০.৫৬ শতাংশ এবং ৩৩.২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ইউক্রেন সংঘাতের কারণে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এতে বাণিজ্য গতিশীলতা আসন্ন দিনগুলোতে একটি তীক্ষ্ণ পরিবর্তন দেখতে পাবে।

Share.