ডেস্ক রিপোর্ট: ভারতের উত্তরাখণ্ডে পর্যটকবাহী একটি গাড়ি নদীতে পড়ে ৯ পর্যটক নিহত হয়েছে। নদীতে পড়ার পর তাদের গাড়িটি তীব্র স্রোতের সঙ্গে ভেসে যায়। পরে ঘটনাস্থল উত্তরাখণ্ডের রামনগরের ধেলা নদী থেকে গাড়ির এক আরোহীকে জীবিত উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় পাঞ্জাবের পাতিয়ালা থেকে আসা এ পর্যটকরা তাদের নিজ রাজ্যে ফিরে যাচ্ছিলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বাকি দেহগুলো গাড়িতেই আটকা পড়ে আছে। গাড়িটির যে আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে তার নাম নাজিয়া। ২২ বছর বয়সী এ নারীকে রামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পাতিয়ালা থেকে আসা এ ১০ পর্যটক ধেলার একটি রিজোর্টে কয়েকদিন থাকার পর ফিরে যাচ্ছিলেন।
ভারতের উত্তরাখণ্ডে গাড়িসহ নদীতে পড়ে ৯ পর্যটক নিহত
0
Share.