ঢাকা অফিস: সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, পুলিশের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রবিবার পুলিশ ভবনে সব পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ডাইনোসর ও তেলাপোকার উদাহরণ দিয়ে আইজিপি বলেন, ‘বিশাল ডাইনোসর সময় ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি বলে সে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু তেলাপোকা গত ছয় হাজার বছর ধরে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে পৃথিবীতে টিকে আছে। এখন সমাজ পরিবর্তন হচ্ছে, অপরাধের ধরণও পাল্টাচ্ছে এজন্য সমাজ, দেশ ও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে। পুলিশের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি।’ পুলিশপ্রধান বলেন, ‘সরকারি অন্য আর দশটা সার্ভিসের চেয়ে পুলিশের সেবাটা অন্য ধরনের। এখানে পুলিশ কী করছে সেটা সবার চোখে পড়ে। এজন্য আমরা নিয়োগ পদ্ধতিটা পরিবর্তন করে জব মার্কেট থেকে বেস্ট অব দ্য বেস্টকে নিয়োগ করছি। সব পর্যায়ের পুলিশ সদস্যকে বছরে একবার করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সমাজের উপযোগী, রাষ্ট্রের উপযোগী করে নিজেদের গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, ‘পুলিশের অক্লান্ত পরিশ্রমে কোরবানির পশু নিয়ে ব্যাপারীরা নির্বিঘ্নে পছন্দের হাটে বিক্রি করতে পেরেছেন। যানজট অনেক কম থাকায় মানুষ নির্বিঘ্নে আপনজনের সাথে ঈদ উদযাপন করতে পেরেছেন। পুলিশের কাছ থেকে সাধারণ মানুষ এটাই আশা করেন।’ এজন্য তিনি সব পুলিশকে ধন্যবাদ জানান।
দেশ ও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে: আইজিপি
0
Share.