অ্যাপসের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

0

বাংলাদেশ থেকে মাদারীপুর প্রতিনিধি:  অ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামে একটি অনলাইন সাইটে অ্যাপসের মাধ্যমে টাকা বিনিয়োগ করে ২১ দিনের মধ্যে দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দিয়ে মাদারীপুরের শিবচরে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ভুক্তভোগীদের অভিযোগে সোমবার গভীর রাতে পুলিশ প্রতারক স্বামী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার এসআই সিদ্ধার্থ ব্রত কুন্ডু। ভুক্তভোগী পরিবারের বরাতে এসআই সিদ্ধার্থ ব্রত কুন্ডু বলেন, জেলার শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের আব্দুস সালাম মাদবরের ছেলে কামাল হোসেন (৪২) তার স্ত্রী ফাহিমা আক্তারসহ (৩৮) একটি প্রতারক চক্র ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামক একটি অনলাইন সাইটে টাকা বিনিয়োগ করলে ২১ দিনে দিগুণ টাকা আয় হয় বলে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখায়। তাদের প্রলোভনে পড়ে শিবচরের প্রায় ২০ হাজার মানুষ চক্রটির মাধ্যমে ওই সাইটে টাকা বিনিয়োগ করে। প্রথমে বেশ কয়েকজনকে ২১ দিনে দিগুণ টাকা ফেরতও দেয় প্রতারক কামাল হোসেনসহ চক্রটি। বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ কয়েক কোটি হয়ে যাওয়ার পর গত ৭ জুলাই থেকে হঠাৎ অনলাইন সাইটটি বন্ধ হয়ে যায়। সিদ্ধার্থ ব্রত কুন্ডু আরো বলেন, বিনিয়োগকারীদের সন্দেহ হলে কয়েকজন বিনিয়োগকারী সোমবার দুপুরে এক ভুক্তভোগী বাদী হয়ে আটককৃত ২ প্রতারকসহ ৭ জনের নামে শিবচর থানায় ডিজিটাল নিরাপত্তা একটি মামলা দায়ের করেন। পরে রাতে প্রতারক কামাল হোসেন ও তার স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে প্রতারক কামাল হোসেন ও তার স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে। পুলিশ প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

Share.