জাফর পানাহি: ইরানি চলচ্চিত্র নির্মাতাকে গ্রেপ্তার

0

বিনোদন ডেস্ক: রাজধানী তেহরানে গ্রেপ্তার হলেন ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। সোমবার ‘গোল্ডেন বিয়ার’ পুরস্কারজয়ী পরিচালককে আটক করা হয়। এ নিয়ে এক সপ্তাহে দেশটিতে তিনজন নির্মাতা গ্রেপ্তার হলেন রাসউলফ, যিনি তার চলচ্চিত্রের জন্য ২০২০ সালে গোল্ডেন বিয়ার জিতেছিলেন, গত সপ্তাহে তার সহকর্মী মোস্তফা আল-আহামাদের সাথে গ্রেপ্তার করে ইরানের নিরাপত্তা বাহিনী। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ২৩ মে একটি মারাত্মক ভবন ধসে আবাদান শহরের একটি ১০ ​​তলা মেট্রোপল কমপ্লেক্সের মারাত্মক ধসে ৪৩ জন নিহত হয়েছে, বিক্ষুব্ধ বিক্ষোভের জন্ম দিয়েছে এবং কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার ও শাস্তির আহ্বান জানিয়েছে। কর্মকর্তাদের পরিচালনার বিরুদ্ধে কথা বলার পরে দুজনকে আটক করা হয়েছিল। তাদের মামলার ব্যাপারে খোঁজ নিতে আইনজীবীর কাছে গিয়েছিলেন পানাহি। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। পানাহি একটি গোল্ডেন বিয়ার জিতেছে – বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে শীর্ষ পুরস্কার – ২০১৫ সালে তার ফিল্ম ট্যাক্সির জন্য এবং ২০১৮ সালে কানে থ্রি ফেসেসের জন্য সেরা চিত্রনাট্য জিতেছিল।‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘ট্যাক্সি’র মতো ছবি তৈরি করে বিশ্ব জুড়ে পরিচিতি পেয়েছেন ইরানের অন্যতম সেরা চলচ্চিত্রকার পানাহি। সরকারের সমালোচক হিসেবে পরিচিত পানাহি এক প্রতিবাদে অংশ নেওয়ার কারণে ২০১০ সালে গ্রেপ্তার হন। তখন তার ছয় বছরের জেল হয়। সিনেমা তৈরি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি পানাহির দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

Share.