মায়ের সামনে মেয়েকে ধর্ষণের দায়ে ৩ জনের ফাঁসির আদেশ

0

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীর নবাবপুর এলাকার আলোচিত কিশোরী গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত  হওয়ায় আসামী মোহাম্মদ ফারুক, জাহাঙ্গীর আলম ও আবুল কাশেমকে মৃত্যুদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত। এসময় অপর আসামি ওমর ফারুক কে বেকসুর খালাস প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ওসমান হায়দার এই রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) ফরিদ আহম্মদ হাজারী জানান- ২০০৩ সালের ১৫ মে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরেরর একই এলাকার রসুল আহম্মদের ছেলে মোহাম্মদ ফারুক,আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম ও আবদুর রশিদের ছেলে আবুল কাশেম সহ অজ্ঞাত ১ ব্যাক্তি রাত দুটার সময় ঘরে ঢুকে সংখ্যালঘু কিশোরীর মাকে দেশীয় অস্ত্রসস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বেধেঁ রেখে মায়ের সামনে মেয়েকে গণধর্ষণ করে। ঘটনার পরদিন কিশোরির মা কৃষ্নবালা দাস বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। আদালতে ৯ জন সাক্ষির সাক্ষ্যগ্রহন ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে আসামী মোহাম্মদ ফারুক, জাহাঙ্গীর আলম ও আবুল কাশেমকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দন্ড কার্যকর করা সহ ২ লক্ষ টাকার অর্থ দন্ড করা হয়। রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক ছাড়া অন্য আসামীরা পলাতক রয়েছে।

Share.