ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা

0

ডেস্ক রিপোর্ট:  ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়ে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা।স্থানীয় সময় বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন মারিও দাগি। মূলত এক আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর মারিও পদত্যাগের ঘোষণা দেন। ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন জোট সবচেয়ে বেশি আসন পেয়েছিল। আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা এবং মহামারীর কারণে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের জন্য মারিও দ্রাগিকে নিয়োগ দিয়েছিলেন। বর্তমানে প্রেসিডেন্ট মারিকে পার্লামেন্টে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সংসদ সদস্যদের অবগত করতে নির্দেশ দিয়েছেন। আগামী বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ফাইভ স্টারকে ছাড়া সরকার চালিয়ে যেতে চান না বলে জানিয়েছেন তিনি।

Share.