আজ উইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্য, চলবে রেটিং পয়েন্ট পরীক্ষা-নিরীক্ষাও

0

স্পোর্টস রিপোর্ট: টেস্ট কিংবা টি-টোয়েন্টি কোনোটিতেই সুবিধা করতে না পারলে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে অনেকটাই নির্ভার বাংলাদেশ দল। সিরিজ জেতার পর আজ তাদের সামনে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার হাতছানি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে শেষ ওয়ানডে ম্যাচটি। এদিকে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত হওয়ায় পরীক্ষার একটা সুযোগ এবার মিলেছে। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। জয় পেলেই ছয়ে থাকা দক্ষিণ আফ্রিকার (৯৯) কাছে চলে যাবে বাংলাদেশ (৯৭)। জিতলে বাংলাদেশের এক রেটিং পয়েন্ট বাড়লেও হারলে কমবে তিন রেটিং পয়েন্ট। পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে তাই জয়ও চায় বাংলাদেশ। সফরের শুরুর গল্পটা ভালো ছিল না টাইগারদের। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাত্তাই পাননি রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরে হয়েছে হোয়াইটওয়াশ। টি-টোয়েন্টিতেও ফলাফল অভিন্ন। তিন ম্যাচের ওই সিরিজেও হোয়াইটওয়াশ হয় সফরকারীরা। তবে টেস্ট কিংবা টি-টোয়েন্টিতে না পেরে উঠলেও ওয়ানডেতে ঠিকই আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে তামিম ইকবাল খান বাহিনী। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে জিতেছে ছয় উইকেটে। এরপর দ্বিতীয় ম্যাচে মিরাজ-নাসুম ভেলকিতে উইন্ডিজকে ১০৮ রানে অলআউট করে জিতে নেয় ৯ উইকেটের বড় ব্যবধানে। তাতেই নিশ্চিত হয় সিরিজ। এবার টাইগারদের সামনে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার হাতছানি দিচ্ছে। সেই লক্ষ্যে শনিবার নামছে দল। এই মিশনে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে নেতৃত্ব দেবেন দলনেতা তামিম ইকবাল খান ও নাজমুল হোসেন শান্তরা। এছাড়া জ্বলে উঠতে পারেন আফিফ-রিয়াদ-সোহানরাও। এই সিরিজে বোলারদের চেয়ে ঢের বেশি পারফরম্যান্স দেখাচ্ছে বোলিং লাইনআপ। এজন্য বোলারদের দিকে তৃতীয় ম্যাচেও চাওয়াটা একটু বেশিই। যেহেতু স্পিনাররা ভালো করছেন, তাই নাসুম-মিরাজদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশি সমর্থকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত মোট ৪৩টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে জয়ের চেয়ে হারের পরিমাণ খানিক বেশি। এ পর্যন্ত ২০টি জয়ের বিপক্ষে হেরেছে ২১টি ম্যাচে। আর বাকি দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। শেষ ম্যাচ জিততে পারলে হার-জিতের ব্যবধান সমান হবে। এদিকে এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে জয়ের সংখ্যা ১৪২টি। আর হেরেছে ২৪৭টিতে। অবশিষ্ট ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল খান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: শামারাহ ব্রুকস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), কাইল মায়ার্র্স, রোভম্যান পাওয়েল, কিমো পল, শাই হোপ, গুদাকেশ মোতি, আকিল হোসেন, আলজারি জোসেফ, এন্ডারসন ফিলিপ ও।

Share.