বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: সিইসি

0

ঢাকা অফিস: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে আমাদের যে উদ্দেশ্য অংশগ্রহণমূলক নির্বাচন, সেটা হয়তো সফল হবে না। সোমবার দুপুরে খেলাফতে মজলিসের সঙ্গে সংলাপের সময় তিনি একথা বলেন। সিইসি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমমনা আরও কয়েকটি দল সিদ্ধান্ত নিয়েছে তারা অংশ নেবেন না। তাদের নিজস্ব কিছু প্রোগ্রাম আছে, নির্বাচনকালীন সরকার থাকতে হবে এরকম কিছু পরিবর্তন এলে তারা অংশ নেবে। এটাও একটা অস্থিরতার সৃষ্টি করেছে সংশয় সৃষ্টি করেছে। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে আমাদের যে উদ্দেশ্য অংশগ্রহণমূলক নির্বাচন, সেটা হয়তো সফল হবে না। তবে নির্বাচন হয়তো আমরা করব। কাজী হাবিবুল আউয়াল বলেন, বিএনপি যেভাবে নির্বাচন করতে চাচ্ছেন সেটা অন্যান্য দলের সঙ্গে, বিশেষ করে শাসক দলের সঙ্গে বসে সুরাহা করতে পারেন। একটি ঐক্যমতে সম্মত হতে পারেন তাহলে নির্বাচন হতে কোনোবাধা নেই। কিন্তু সেই প্রতিশ্রুতিতো আমরা পাচ্ছি না। এখনও আমরা সংশয় ও দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি বিএনপি নির্বাচনে আসছে কিনা। এ বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করা। এটা এখনো অনিশ্চিত। ‘আমরা বিএনপিকে আহ্বান করছি তারা যেন যেন নির্বাচনে আসে, তাদের রাজনৈতনিক কৌশল ভিন্ন হতে পারে সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তাদের পক্ষ বিপক্ষে আমাদের কোনো অবস্থান নেই। তারা একটি স্বাধীন দল, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের আছে’-যোগ করেন সিইসি। তিনি আরও বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহ মধ্যে অথবা ডিসেম্বরের শেষ সপ্তাহে দিকে নির্বাচন করতে হবে। নির্বাচন একটি জটিল কর্মযজ্ঞ এবং এক্ষেত্রে অনেক ধরনের প্রস্তুতির প্রয়োজন অনেক সমঝোতার প্রয়োজন হয়। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কমিশন যথাযথ আইনের প্রয়োগ করবে বলে জানান সিইসি। বলেন, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই নির্বাচন কমিশন হিসেবে আইন আমাদেরকে ক্ষমতা দিয়েছে, কিছু জায়গায় এখতিয়ার প্রয়োগের সুযোগ আছে, আচরণবিধি আছে, নির্বাচন পর্যালোচনা-বিধিমালা আছে। বিএনপিকে ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না জানিয়ে সিইসি বলেন, বর্তমান যে সংশয় দেখা দিয়েছে একটি বড় অংশ উনারা নির্বাচনে আসতে চাচ্ছেন না, আসবেন না বলে সুস্পষ্ট প্রথম থেকেই বলে আসছেন। আপনারাও দাবি করেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়। অংশগ্রহণের বড় অর্থই হচ্ছে দেশে প্রধানতম দলগুলো বড় আকারে অংশ নেবেন। এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসলামী ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকে সিইসি বলেন, নির্বাচন নিয়ে সঙ্কটময় পরিস্থিতি ওভারকাম করার দায়িত্বটা আমাদের নয়। বিএনপি যেটা দাবি করছে সেটি আলাপ আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। সংবিধান পরিবর্তন করতে হবে। কোনো পরিবর্তন আনা লাগলে সেটি দ্রুত কার্যকর হতে হবে। সেই সঙ্গে সংবিধানের সঙ্গে গড়মিল করা যাবে না।

Share.