পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে দুই মার্কিন নাগরিকের মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে সম্প্রতি দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিস্তারিত বর্ণনা না করেই তথ্যটি জানিয়েছেন বলে নিশ্চি করেছে বার্তা সংস্থা রয়টার্স। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, মার্কিন প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছিল। তাদের পরিবারকে সকল সম্ভাব্য কনস্যুলার সহায়তা প্রদান করা হচ্ছে। তবে নিহতদের মৃত্যুর ব্যাপারে কোনো তথ্য জানাতে অসম্মতি প্রকাশ করেছেন তিনি। সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র বলেছিলেন, এই কঠিন সময়ে পরিবারের প্রতি সম্মানের জন্য আমাদের আর কিছুই নেই। ইউক্রেন প্রায় পাঁচ মাস ধরে রুশ অবরোধের মধ্যে রয়েছে যাকে মস্কো বিশেষ সামরিক অভিযান বলে আখ্যা দিয়েছে। কিয়েভ এবং পশ্চিমারা বলছে, রাশিয়া বিনা প্ররোচনায় যুদ্ধ শুরু করেছে। অস্ত্র না নেওয়ার সতর্কতা সত্ত্বেও বেশ কিছু আমেরিকান স্বেচ্ছায় ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যুদ্ধে নেমেছে। এর গত মে মাসে একজন মার্কিন নাগরিক যুদ্ধে নিহত হন। তিনি হাজার হাজার বিদেশী যোদ্ধাদের সাথে যোগ দিয়েছিলেন যারা স্বেচ্ছায় ইউক্রেনকে রুশ বাহিনীকে প্রতিহত করতে সাহায্য করেছিল।

Share.