শনিবার, নভেম্বর ২৩

ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র

0

ডেস্ক রিপোর্ট: ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইরানি কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি যুক্তরাষ্ট্রের গুপ্তহত্যার শিকার হওয়ার পর থকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকারে বেড়ে গেছে। এদিকে ইরানের ওপর চাপ প্রয়োগের একটি অংশ হিসেবে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেশী ইরান ও মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সহিংসতার কেন্দ্রভূমি হওয়ার আশঙ্কায় আছে ইরাক।গত সপ্তাহে পার্লামেন্টের ভোট অনুযায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ফোন করে সেনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানান ইরাকি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। পার্লামেন্টের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে প্রস্তুতি নিতে প্রতিনিধি পাঠাতে পম্পেওকে অনুরোধ করেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরাকে মার্কিন সেনা উপস্থিতি যথাযথ হওয়ার কারণে তাদের প্রত্যাহারে মার্কিন প্রতিনিধি পাঠানো নিয়ে কোনো আলোচনা হয়নি। মুখপাত্র মর্গান ওরটাগুস এক বিবৃতিতে বলেন, ইরাক ও মার্কিন সরকারের মধ্যে শুধু নিরাপত্তা সংক্রান্তই না, অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদারত্ব নিয়েও আলোচনা করা প্রয়োজন।

Share.