খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সচিব মুহাম্মদ হায়দার আলী আর নেই

0

ঢাকা অফিস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সচিব ব্যারিস্টার মুহাম্মদ হায়দার আলী আর নেই । রবিবার রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন। হায়দার আলীর গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা গ্রামে। মুহম্মদ হায়দার আলী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছন। ২০০৮ সালে তথ্যসচিব হিসেবে অবসরে যান তিনি। কর্মজীবনে হায়দার আলী সরকারের তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু, পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স করে লন্ডন থেকে আইনের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তার তিন সন্তান রয়েছে।

Share.