গোতাবায়ার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে সিঙ্গাপুর

0

ডেস্ক রিপোর্ট:  শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভিসার মেয়াদ ১৪ দিনের জন্য বৃদ্ধি করেছে সিঙ্গাপুর সরকার। দেশটির সংবাদমাধ্যম জানায়, গত ১৪ জুলাই মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া। ওই দিনই তাকে ১৪ দিনের ভিসা দেওয়া হয়। আজ বুধবার (২৭ জুলাই) তার ভিসার মেয়াদ শেষ হওয়ার দিন ছিল। কিন্তু তার আরও ১৪ দিনের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অবশ্য গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র বন্দুলা গুনাবর্ধনে জানিয়েছিলেন, গোতাবায়া দেশে ফিরতে পারেন। তবে কবে নাগাদ গোতাবায়া দেশে ফিরবেন সে সম্পর্কে কিছু জানাননি তিনি। তার মতে, গোতাবায়া আত্মগোপন বা নির্বাসনে যাননি। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার এক সরকারি কর্মকর্তা জানায়, সিঙ্গাপুর থেকে নিজ দেশে যত দ্রুত সম্ভব গোতাবায়া পুনরায় ফিরতে আগ্রহী। এছাড়া তিনি তার কলম্বোতে অবস্থিত ব্যক্তিগত বাড়িতে পুনরায় বসবাস করতে চান।

Share.