এখন বিদ্যুৎ,পরে জ্বালানি তেল, এরপর দেখবেন রিজার্ভ শেষ: ফখরুল

0

ঢাকা অফিস: আওয়ামী লীগের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন বিদ্যুৎ, পরে জ্বালানি তেল, এরপর দেখবেন রিজার্ভ শেষ হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আকাশচুম্বী হয়ে।’ শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে লোডশেডিংয়ের প্রতিবাদে হাতে হ্যারিকেন নিয়ে আসেন বিএনপি নারী নেত্রী ও কর্মীরা। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এখন আর অনেক দফা নাই। এখন একদফা, একদাবি এই মুহূর্তে সরকারকে পদত্যাগ করতে হবে। একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সংসদ বাতিল করে নতুন নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা, জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।’ তিনি বলেন, ‘এই হারিকেন গণভবনে শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেন। তার হাতে হারিকেন ধরিয়ে দেন। শুধু এই মিটিংয়ে হারিকেন নিয়ে আসলে হবে না। যখনি অন্ধকার আসবে, যখনি লোডশেডিং হবে তখনই হারিকেন আর মোমবাতি নিয়ে বের হবেন।’ তিনি আরও বলেন, এই সরকার বিদ্যুতের জন্য হাজার হাজার কোটি টাকা লুট করেছে। ২০২১ থেকে ২০২২ সালে শুধু বিদ্যুৎখাতে লোকসান হয়েছে আঠাই শ হাজার কোটি টাকা। আওয়ামী সরকারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশে লুটপাট করা, মিথ্যা বলা। গতকালই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “দেশে বিদ্যুৎ, জ্বালানির ঘাটতি নেই।” ঘাটতি না থাকলে সাত-আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না কেন?  আইএমএফ এর প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘আমরা আইএমএফ থেকে টাকা ধার নেব না। আমরা এখনও খুব শক্তিশালী। কিন্তু কালকে আমরা পত্রিকায় দেখলাম সাড়ে ৪০০ বিলিয়ন ডলার তারা ধার চেয়েছেন আইএমএফ- এর কাছে। মানুষের সঙ্গে প্রতারণা করে বোকা বানিয়ে রাখে কিন্তু ভেতরে ভেতরে তারা শূন্য হয়ে গেছে।’

Share.