ঢাকা অফিস: আগামি ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধা সেলিম হত্যা তদন্তের অগ্রগতি দৃশ্যমান না হলে ২৬ মার্চের পর মুক্তিযোদ্ধাসহ সকল মহলকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার আল্টিমেটাম ঘোষণা করলেন ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা নেতারা। আজ শনিবার বাংলাদেশ সময় সকালে বাজার রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদের সামনে দু’ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত পথ সভা ও মানব বন্ধন থেকে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়। মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্নার সভাপতিত্বে,মুজিব বাহিনী প্রধান ও উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, ফজলুর রহমান ফান্টু, আব্দুল খালেক, তহরুল ইসলাম,নিহত মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমের ছেলে তানভীর রহমান তন্ময় ও আওয়ামী লীগ সেক্রেটারী ইসাহক আলী মালিথাসহ অন্যান্য মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও আওয়ামী লীগ নেতার বক্তব্য দেন । পথ সভা ও মানব বন্ধনে ভাতা বৃদ্ধিসহ মুক্তিযোদ্ধাদের আরও সুবিধা বৃদ্ধির দাবি করা হয়।
মুক্তিযোদ্ধা সেলিম হত্যার বিচার দাবিতে আল্টিমেটাম ঘোষণা
0
Share.