ঢাকা অফিস: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি প্লেন আটকে থাকায় ফ্লাইট ওঠানামা দেড় ঘণ্টা বন্ধ ছিল। কারিগরি ত্রুটির কারণে প্লেনটি রানওয়ে থেকে নড়তে পারছিল না। প্লেনটির কারণে রানওয়ে বন্ধ থাকায় বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা প্রায় ১৫টি এয়ারলাইন্সের ফ্লাইটের সিডিউল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্লেনটি সরিয়ে নেয় শাহজালাল কর্তৃপক্ষ। এরপর বিমান চলাচল স্বাভাবিক হয়। এর পরপর ঢাকার আকাশে চক্কর দেয়া ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, কাতার এয়ারওয়েজের পরই গালফ এয়ারের বাহরাইন থেকে ঢাকায় আসা ফ্লাইটটির অবতরণের কথা ছিল। তবে রানওয়ে বন্ধ থাকায় এটি ঘণ্টাখানেক গাজীপুরের চন্দ্রা ও মির্জাপুরের আকাশে চক্কর দেয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটিও টঙ্গী থেকে নারায়ণগঞ্জের আকাশে চক্কর দিতে থাকে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে আসা ফ্লাইটটিও দেরিতে নেমেছে। এদিকে রানওয়ে বন্ধ থাকায় ঢাকা থেকে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক দেরিতে ছাড়ে বিমানের মদিনা, কলকাতা, কুয়ালালামপুর ও কুয়েত ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিলেট ও কাতার ফ্লাইট এবং এমিরেটস এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইটও দেরিতে ছাড়ে। এর আগে সন্ধ্যা ৭টার কিছু পর ঢাকার রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ আটকে যায়। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি রানওয়ে থেকে নড়তে পারছিল না। সে সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউ আর ৬৩৪ ফ্লাইটটি রানওয়েতে অবতরণ করে। অবতরণের পর উড়োজাহাজটি ট্যাক্সিওয়ের দিকে যেতে পারছিল না। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে একটি টেকনিক্যাল ইস্যু ছিল। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর ট্যাক্সি করতে কিছু সমস্যা হচ্ছিল। ফলে দেড় ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। পরে উড়োজাহাজটি সরানো হয়। এয়ারলাইন্সটির মূল সমস্যা কী ছিল, জানতে চাইলে নির্বাহী পরিচালক বলেন, তারা বিস্তারিত কিছু জানায়নি। ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করে। অবতরণের পর আমাদের জানায় তাদের কিছু সাপোর্ট লাগবে। আমরা সাপোর্ট দিয়েছি। জানা যায়, কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি কাতারের স্থানীয় সময় বেলা ১১টা ৩ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
প্লেন আটকে থাকায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা দেড় ঘণ্টা বন্ধ ছিল
0
Share.