খুলনাসহ ১৫ জেলায় ভাড়া বাড়ানোর দাবিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ

0

বাংলাদেশ থেকে খুলনা প্রতিনিধি: কমিশন বৃদ্ধি ও ভাড়া বাড়ানোর দাবিতে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন ২৪ ঘন্টার জন্য বন্ধ রেখে ধর্মঘট পালন করছে ট্যাংকলরি মালিক-শ্রমিকরা। ফলে খুলনাসহ দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ১৫ জেলায় ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ রয়েছে। রবিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম বলেন, ভাড়া ও কমিশন বৃদ্ধির দাবিতে মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। তাদের সঙ্গে একমত হয়ে আমরাও ধর্মঘট পালন করছি। ফলে নগরীর খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে ১৫ জেলায় তেল পরিবহন বন্ধ রয়েছে। জেলার মধ্যে রয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ। সংশ্লিষ্টরা জানান, আনুপাতিক হারে কমিশন বৃদ্ধি এবং ট্যাংকলরির ভাড়া বাড়ানোর দাবিতে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও জ্বালানি তেলপাম্প মালিক সমিতি খুলনা বিভাগের কোনো ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন না করে ২৪ ধর্মঘট পালন করছে। বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্যের (পূর্ব মূল্য) ২ দশমিক ৭১ টাকা কমিশন দেয়া হয়। অতীতে কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দফতর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে (বিপিসি) একাধিকবার আবেদন করেও কোনো ফলাফল পায়নি। জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক বৃদ্ধি পেলেও তাদের কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এ অবস্থায় কমিশন প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রদানের দাবিতে ২৪ ঘন্টা তেল উত্তোলন বন্ধ রয়েছে। তবে পাম্পগুলোতে পূর্বের মজুদকৃত তেল সরবরাহ অব্যহত রয়েছে। বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন বলেন, এই সময়ের মধ্যে আলোচনা চলবে। এতে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আগামীতে কঠোর ও কঠিন কর্মসূচী দেয়া হবে।

Share.