ডেস্ক রিপোর্ট: ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের পরে পশ্চিমা জোটকে শক্তিশালী করার লক্ষ্যে সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার (৯ অক্টোবর) অনুমোদনপত্রে স্বাক্ষর করেন তিনি। হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, ‘আজ, আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কীভাবে ন্যাটো আজকের বিশ্বের এবং আগামী দিনের বিশ্বের জন্য একটি অপরিহার্য জোট হয়ে আছে।’ তিনি আরো বলেন, ‘এটি আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ। যখন ফিনল্যান্ড ও সুইডেন পুরোপুরি যুক্ত হয়ে গেলে আমরা আগের চেয়ে শক্তিশালী হবো।’ ন্যাটোর বর্তমান ৩০ সদস্যকে অবশ্যই দুটি দেশকে যুক্ত করার অনুমোদন দিতে হবে এবং ২০টিরও বেশি ইতোমধ্যে তা করেছে। সুইডেন ও ফিনল্যান্ডকে যুক্ত করার বিষয়ে তুরস্ক একটি ভেটো তুলে নেওয়ার পরে ন্যাটোর সম্প্রসারণ উল্লেখযোগ্য গতি লাভ করে যে দেশ দুটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের পরিবর্তন ছিল ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মোকাবিলায় পশ্চিমকে একত্রিত করার জন্য বাইডেন প্রশাসনের শান্ত কূটনৈতিক চাপের একটি উল্লেখযোগ্য কৃতিত্ব। বাইডেন বলেন, ‘সুইডেন ও ফিনল্যান্ডের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সামরিক বাহিনী এবং শক্তিশালী ও স্বচ্ছ অর্থনীতি রয়েছে। তারা ন্যাটোর প্রতিটি প্রয়োজনীয়তা পূরণ করবে- আমরা এতে আত্মবিশ্বাসী।’ ডেমোক্র্যাটরা যুক্তি দেখিয়েছেন যে ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোতে যুক্ত করার ফলে ইউক্রেনকে সহায়তা করা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের উপর বোঝা কমবে। ওয়াশিংটনে অনুমোদনটি ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি থেকে দূরে থাকা আরেকটি পিভট, যিনি প্রকাশ্যে জোটের সমালোচনা করেছিলেন।