স্পোর্টস রিপোর্ট: জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে হারের লজ্জা মাথায় নিয়ে বাংলাদেশে ফিরেছে তামিম বাহিনী। শুক্রবার (১২ আগস্ট) এমিরেটসের ফ্লাইটে বিকেল ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। এবারের জিম্বাবুয়ে সফর একরাশ হতাশাই উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর স্বাগতিকদের কাছে ওয়ানডে সিরিজেও তিনটির দু’টিতেই হেরেছে বাংলাদেশ। গত ৫ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হার মানে বাংলাদেশ। তারপর দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করে তামিমের দল। শেষ ম্যাচে অবশ্য ১০৫ রানের বড় ব্যবধানে জিতেছে সফরকারীরা। তবে সেটা ছিল কেবল সান্ত্বনার জয়। আগামী ২৭ আগস্ট আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ। ফলে দেশে ফেরার পর খুব বেশি বিশ্রাম মিলবে না টিম বাংলাদেশের।
জিম্বাবুয়ে সিরিজ হারের লজ্জা মাথায় নিয়ে বাংলাদেশে ফিরেছে তামিম বাহিনী
0
Share.