ডেস্ক রিপোর্ট: আরব সাগরে ডুবন্ত অবস্থা থেকে নয় ভারতীয় ক্রুকে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, ভারতীয় ওই নৌযানটির নাম ‘জামনা সাগর’। ওই নৌজাহাজটি দুবাই যাচ্ছিল। তাতে মোট ১০ জন কর্মী ছিলেন। যাত্রাপথে হঠাৎ নৌযানটি ডুবে যেতে থাকে। এ সময় নৌযানটি থেকে ডিসট্রেস কল দেওয়া হয়। সেই কল শোনার পর পাকিস্তান মেরিটাইম ইনফরমেশন সেন্টার পাশে থাকা একটি জাহাজকে প্রয়োজনীয় সাহায্য করতে নির্দেশ দেয়। পরে তারাই নয় ভারতীয় কর্মীকে উদ্ধার করেন। কিন্তু আরও এক ক্রু নিখোঁজ থাকায় পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ ও দু’টি হেলিকপ্টার সেখানে পৌঁছায়। পরে ওই ক্রুর মৃতদেহ সমুদ্র থেকে উদ্ধার করা হয়। তার মরদেহ পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিকে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া নয় ভারতীয় ক্রুকে নিয়ে পুনরায় দুবাইয়ের দিকে যাত্রা শুরু করে পাকিস্তানের ওই নৌজাহাজ।
আরব সাগরে ডুবন্ত অবস্থা থেকে নয় ভারতীয়কে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী
0
Share.