ডেস্ক রিপোর্ট: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডায় মার-এ-লাগো বাড়ি থেকে গোপন নথি জব্দ করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। শনিবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। এফবিআইয়ের মতে, ওই সব নথি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক ক্ষতি ঘটাতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বাড়ি থেকে এফবিআইয়ের উদ্ধার করা জিনিসের মধ্যে রয়েছে ২০টি বাক্স, ফটো বাইন্ডার এবং ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক পরামর্শদাতা রজার স্টোনের পক্ষে লেখা একটি চিঠি। এছাড়া ‘ফ্রান্সের প্রেসিডেন্ট’ সম্পর্কে লেখা একটি নথি উদ্ধার করা হয়েছে। তবে ওই নথিতে কী রয়েছে তা স্পষ্ট জানা যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, নথিগুলো কয়েকটি শ্রেণিতে আলাদা করা হয়েছে। একটি তালিকায় দেখা যায়, এর একটি ‘টিএস/এসসিআই’ বা অতি গোপন/সংবেদনশীল তথ্যের জন্য সংরক্ষিত। যা মার্কিন নিরাপত্তার জন্য ‘ব্যাপক গুরুতর’ ক্ষতির কারণ হতে পারে। এছাড়া তালিকায় ‘অতি গোপন নথির চার সেট’, ‘গোপন নথির তিনটি সেট’ এবং ‘গোপনীয়’ নথির তিনটি সেট অন্তর্ভুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া নথিগুলোর বিষয়ে এর বেশি বিস্তারিত কিছু বলা হয়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তার মতে, তিনি কোনো ভুল করেননি এবং ওই নথিগুলোও গোপনীয় নয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার কোনো ফৌজদারি অপরাধ প্রমাণের জন্য সাবেক কোনো প্রেসিডেন্টের বাড়িতে অভিযান চালানো হয়েছে। দেশটির আইন অনুসারে, কোনো প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথিপত্র সরাতে পারবেন না। গত বছরের জানুয়ারিতে দায়িত্ব শেষে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প অবৈধভাবে নথিপত্র সরিয়ে নিয়েছেন কি না, সেই তদন্তেরই অংশ হিসেবে এই তল্লাশি পরিচালনা করা হয়। যদি ট্রাম্প অবৈধভাবে গোপন নথিপত্র সরিয়ে থাকেন, আর তা প্রমাণিত হলে তার পাঁচ বছরের সাজা হতে পারে।
ট্রাম্পের মার-এ-লাগো বাড়ি থেকে গোপন নথি জব্দ করেছে এফবিআই
0
Share.